Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুবি কেন্দ্রে কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি 

খুবি কেন্দ্রে কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুয়েটের ভর্তি পরীক্ষা পরিদর্শন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি এবং বিআর্ক কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রেভারেন্ড পলস্ হাইস্কুল ও হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটে এই পরীক্ষা হয়।

খুবি কেন্দ্রে মোট ৬ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল মোট শিক্ষার্থীর ৯২ দশমিক ১২ শতাংশ।

এদিকে, পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন এবং রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের পরীক্ষাকেন্দ্র ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশিদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. নাজমুস সাদাত এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।

এ ছাড়া পরীক্ষা চলাকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পরীক্ষার হল ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন। এ সময় কুয়েটের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে তাঁরাও সন্তোষ প্রকাশ করেন।

ছাত্র আন্দোলনে হামলা: কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় গলা কেটে শিশুকে হত্যা, মা আটক

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি