সাতক্ষীরার তালায় বিদ্যুতায়িত হয়ে রিয়াজুল ইসলাম (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রিয়াজুল ইসলাম ভায়ড়া গ্রামের আজিজুল জোয়ার্দারের ছেলে। সে তালা সরকারি বিদে স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম।
পরিবারের লোকজনের বরাত দিয়ে ওসি রেজাউল জানান, আজ নিজ বাড়িতে টেবিল ফ্যান চালিয়ে ঘুমিয়ে ছিল রিয়াজুল। এ সময় ফ্যানের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।