Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে আ. লীগের ৯ নেতা কর্মী কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আ. লীগের ৯ নেতা কর্মী কারাগারে
বাগেরহাটে আ. লীগের ৯ নেতা কর্মী কারাগারে। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ নেতা কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আদালত সূত্রে জানা যায়, গত বছর ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ শেষে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা ফেরার পথে তাদের ওপর হামলা করে আসামিরা। এ ঘটনায় ১৯ নভেম্বর আদালতে মামলা করেন শরণখোলার উত্তর সাউথখালী এলাকার আবু বক্কর সিদ্দিক নামে এক জামায়াত নেতা।

বাদী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ঢাকার সমাবেশ থেকে ফেরার সময় রায়েন্দা মাছ বাজারে আমাদের ওপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনায় আমিসহ ৮ জন মারাত্মক আহত হই। দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল আমাদের। তাদের প্রভাবে কোথাও অভিযোগ পর্যন্ত দিতে পারিনি। সরকার পতন হলে আদালতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মামলা করি।’

ছাত্র আন্দোলনে হামলা: কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় গলা কেটে শিশুকে হত্যা, মা আটক

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি