Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

আ.লীগ নিষিদ্ধসহ ওসির অপসারণ দাবিতে সড়ক অবরোধ, এসপি অফিসের সামনে অবস্থান

কুষ্টিয়া প্রতিনিধি

আ.লীগ নিষিদ্ধসহ ওসির অপসারণ দাবিতে সড়ক অবরোধ, এসপি অফিসের সামনে অবস্থান
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ ও বিভিন্ন দাবি জানিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরে মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ায় মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের রাজার হাট মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মিছিল নিয়ে শহরের এনএস রোড ধরে মজমপুরে অবস্থিত পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন।

সমাবেশে বিভিন্ন অভিযোগ তুলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমানকে অপসারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাত সাড়ে ৮টার দিকে কর্মসূচি স্থগিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুরে ছাত্র-জনতার ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগর পেটোয়া বাহিনী হামলা চালিয়েছে। এর জবাব দিতে হবে। এরই প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।’

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ ও বিভিন্ন দাবি জানিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরে মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ ও বিভিন্ন দাবি জানিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরে মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে কুষ্টিয়া পুলিশের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। পুলিশ তাদের সীমাবদ্ধতার কথা বলে। আর এই সুযোগে ফ্যাসিস্টরা আরামে বাড়িতে ঘুমাচ্ছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘সাধারণ মানুষ অভিযোগ নিয়ে গেলে সদর থানার ওসি মামলা নেন না। ব্যবস্থাও নেন না। আমরা তাঁর অপসারণ দাবি করেছি। ওসি শুধু নির্দিষ্ট একটি দলের কথা শোনেন।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (বিক্ষোভকারী) দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। এ বিষয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

ছাত্র আন্দোলনে হামলা: কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় গলা কেটে শিশুকে হত্যা, মা আটক

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি