নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম মোল্যা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন।
গতকাল সোমবার রাতে সদর উপজেলার হাওয়াইখালী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্যা সদর উপজেলার কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিয়াম ও তাঁর দুই বন্ধু মিলে মোটরসাইকেলে লোহাগড়ার কালনা মধুমতি সেতু এলাকায় ঘুরতে যায়। পরে সন্ধ্যায় ফেরার পথে হাওয়াইখালী সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সিয়ামসহ মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নেওয়ার পথে মারা যায়। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আউড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুছানুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সিয়ামকে খুলনায় নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যায়।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি প্রাথমিকভাবে জানতে পেরেছি।’