Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

শরণখোলার গ্রামে আবারও বাঘের হানা, আতঙ্কে গ্রামবাসী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলার গ্রামে আবারও বাঘের হানা, আতঙ্কে গ্রামবাসী

বাগেরহাটের শরণখোলার পশ্চিম বানিয়াখালী গ্রামে গতকাল সোমবার রাতে আবারও বাঘের দেখা মিলেছে। এতে ওই গ্রামের মানুষজন বাঘ আতঙ্কে ভুগছেন। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে সতর্কবার্তা প্রচার করা হয়েছে। 

শরণখোলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, তাঁর ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামের মানুষ বাঘ আতঙ্কে রয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে ওই গ্রামের জাকির হোসেনের বাড়ির আঙিনায় একটি বাঘ হুংকার দেয়। এ সময় ঘরের ঘুমন্ত লোকজন জেগে উঠে আলো জ্বালালে বাঘটি দৌড়ে পালিয়ে যায়। বাড়িটির আঙিনায় বাঘের অনেকগুলো পায়ের ছাপ দেখা যায়। 

ইউপি চেয়ারম্যান বলেন, গত ৩-৪ দিন যাবৎ পশ্চিম বানিয়াখালী গ্রামে বাঘের আনাগোনায় গ্রামের মানুষজন আতঙ্কিত রয়েছে। মানুষকে সতর্ক থাকা ও বাঘ খুঁজে তার সন্ধান ও কেউ যাতে বাঘটিকে না মেরে ফেলে সে জন্য প্রচারণা চালানো হচ্ছে। 

প্রত্যক্ষদর্শী পশ্চিম বানিয়াখালী গ্রামের আবুল কালাম মাল বলেন, টর্চের আলোয় তিনি মাঝারি আকারের গায়ে ডোরাকাটা রঙের বাঘটিকে তাঁর বাড়ির সামনে দিয়ে রাস্তার দিকে দৌড়ে যেতে দেখেছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শহীদুল ইসলাম বলেন, লোকালয়ে বাঘের খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর