যশোরের অভয়নগরে ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার মেলায় ফুচকা খেয়ে রাতে শিশুসহ কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৩০ জনকে আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাপাশহাটি গ্রামের বাসিন্দা তাকিব হুসাইনের পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়েছে। তিনি জানান, ভৈরব সেতুর পূর্ব পাড়ে দেয়াপাড়া এলাকায় ঈদ মেলা বসেছিল। সেই মেলায় গিয়ে ফুচকা খেয়ে তার পরিবারের তিনজন, বেঙ্গল টেক্সটাইল মিল মসজিদের ইমামের পরিবারের আটজন, প্রেমবাগ গ্রামের আসাদুলের পরিবারের পাঁচজনসহ কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে কথা হলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীমুর রাজিব আজকের পত্রিকাকে জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। সেই সঙ্গে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। বেশির ভাগ রোগীর পেটে ব্যথা ও বমি হচ্ছে। তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ ওষুধপত্র দেওয়া হচ্ছে।