Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

এবার মোংলার ইউএনও শারমিনকে বদলি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

এবার মোংলার ইউএনও শারমিনকে বদলি
আফিয়া শারমিন। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে মোংলা থেকে সরিয়ে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। কয়েক দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটিসহ বিভিন্ন মহলের দাবি ও বিক্ষোভের মুখে তাঁকে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমিকে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিসিএস ৩৫ ব্যাচের কর্মকর্তা আফিয়া শারমিন গত বছরের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলার ইউএনও হিসেবে যোগদান করে নানা বিতর্কে জড়িয়ে পড়েন।

তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল। এর জেরে স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন মহল তাঁকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে।

এর আগে দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের মুখে বাসায় বসে দাপ্তরিক কাজ করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহী বিভাগে ন্যস্ত করার কথা জানানো হয়।

সাতক্ষীরায় গলা কেটে শিশুকে হত্যা, মা আটক

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার