Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের, আহত ২

চৌগাছা (যশোর) প্রতিনিধি

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের, আহত ২

যশোরের কাঁঠালতলা থেকে মোটরসাইকেলযোগে চৌগাছায় ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে স্বাধীন (১৭) নামে এক কিশোর। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হাসান (১৬) ও ইমন (১৭) নামে স্বাধীনের দুই বন্ধু আহত হয়েছে। আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা যায়, নিহত স্বাধীন যশোরের কাঁঠালতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে যশোর থেকে চৌগাছার দিকে যাচ্ছিল তারা। চৌগাছার কয়ারপাড়া মোড়ে পৌঁছালে চৌগাছা থেকে যশোরের দিকে যেতে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্বাধীনদের মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই স্বাধীনের মৃত্যু হয়। মারাত্মক আহত হয় ইমন ও হাসান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস চৌগাছা স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। ইমন ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. সুরাইয়া পারভীন জানান, হাসপাতালে আনার আগেই স্বাধীনের মৃত্যু হয়েছে। অন্য দুই কিশোরকে যশোরে স্থানান্তর করা হয়েছে। তাদের একজনের একটি পা ভেঙে গেছে। আর অন্যজনের মাথায় আঘাত লেগেছে। 

এ বিষয়ে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর