হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সদ্যঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

এরপর মণিচত্বর, সাহেববাজার ও কুমারপাড়া ঘুরে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। এর আগে মিছিল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা ধরনের স্লোগান দেন।

সমাবেশে আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন ফিরোজ, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা আগামী শনিবারের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান।

রাজশাহীতে বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটি বাতিল না হলে রোববার থেকে নগরের তালাইমারী মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।

উল্লেখ্য, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থী। তাঁদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও বিক্ষোভ সমাবেশ হয়।

ঈশ্বরদীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

শাহজাদপুরে সরকারি জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

৫ দিনেই সার্টিফিকেট পাবেন রাবি শিক্ষার্থীরা

‘আওয়ামী ট্যাগ দিয়ে’ এসেনশিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা কাটার অভিযোগ হিসাব কর্মকর্তাদের বিরুদ্ধে

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় দেওয়া হলো ‘সি’ ইউনিটের উত্তরপত্র