Ajker Patrika

ঈশ্বরদীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মনারুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার দাশুড়িয়া বাজারসংলগ্ন পুলিশ ফাঁড়ির কাছে এই গোলাগুলি হয়।

গুলিবিদ্ধ মনারুল ইসলাম দাশুড়িয়ার নওদাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাশুড়িয়া এলাকায় সিএনজি স্ট্যান্ডটি স্থানীয় বিএনপির সমর্থক রফিকুল ইসলাম রুকু ও তাঁর সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে। রুকু দাশুড়িয়া ট্রাকচালক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। গত শুক্রবার রাতে দাশুড়িয়াতে ভাড়া আদায় নিয়ে দুই সিএনজিচালকের মধ্যে হাতাহাতি হয়।

বিষয়টি নিয়ে মীমাংসা করতে এসে কথাবার্তার একপর্যায়ে রফিকুল ইসলাম রুকু তাঁর প্রতিপক্ষ দাশুড়িয়া যুবদলের সদস্যসচিব বিপুল মোল্লাকে মারধর করে তাড়িয়ে দেন। এর কিছুক্ষণ পর বিপুল মোল্লার সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে রুকুর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

এ ঘটনার জেরে আজ দুপুর ২টার দিকে দাশুড়িয়া বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতা মনারুল ইসলামকে কুপিয়ে আঘাত করেন এবং গুলি করে চলে যান প্রতিপক্ষের লোকজন। পরে উদ্ধার করে তাঁকে পাবনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা বলেন, এটা দলীয় কোনো বিষয় নয়। কিছু দুষ্ট চক্র দলের সিনিয়র নেতার ওপর হামলা চালিয়ে তাঁকে পরপর দুটি গুলি করেছে। এ ঘটনার জন্য তিনি দাশুড়িয়ায় শ্রমিক নেতা রুকু ও তাঁর ভাই যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিপনকে দায়ী করেছেন।

বিষয়টি নিয়ে রুকুর সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঈশ্বরদী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি জোর তদন্ত করছি। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত