Ajker Patrika

শাহজাদপুরে সরকারি জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জে সরকারি জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
সিরাজগঞ্জে সরকারি জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জমির দখল নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও জানা গেছে।

আজ রোববার শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মদিন মোল্লা (৫৫) ওই গ্রামের প্রয়াত সগির মোল্লার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, বড় ধুনাইল গ্রামে সরকারি (খাস) জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে জাফর নামের এক ব্যক্তি এবং রাজ্জাক ও হালিম পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই জেরে গত শুক্রবার রাতে রাজ্জাক ও হালিমের লোকজন জাফরের লোকজনের বাড়িঘর ঘেরাও করে রাখেন। পরদিন শনিবার সকালে রাজ্জাক ও হালিমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জাফরের লোকজনের বসতবাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পাল্টাপাল্টি হামলা ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। আজ সকালে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। রাজ্জাক-হালিমের লোকজন জাফর পক্ষের মদিন মোল্লাকে তাঁর নিজ বাড়ির সামনে পিটিয়ে হত্যা করেন। এ সময় আরও অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত