Ajker Patrika

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নাটোর প্রতিনিধি 
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২২: ৪৫
চুরি হওয়া টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
চুরি হওয়া টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া ২৪ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণ ও ১৯ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার আদালত এলাকার একটি প্রাচীরের নিচ থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এসব মালামাল উদ্ধার করা হয়।

আজ রাতে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশের হেফাজতে থাকা ছাব্বির নামের এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সার্কিট হাউসের প্রাচীরঘেঁষা একটি স্থান থেকে টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বাকি টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সংঘবদ্ধ একটি চোর চক্র প্রথমে জানালার গ্রিল কেটে আদালত ভবনে প্রবেশ করে। এরপর তারা সিসিটিভির সংযোগ ও ভিডিও রেকর্ডার বিচ্ছিন্ন করে দেয়। পরে স্টোররুমের তালা ভেঙে ভেতরে ঢুকে তারা ৬১ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকা, ১৬ ভরি স্বর্ণ ও ১৯ কেজি রুপা চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার সকালে কোর্ট পুলিশের কর্মকর্তারা অফিসে ঢুকে স্টোররুমের তালা ভাঙা দেখতে পান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চুরি হওয়া টাকার মধ্যে ২৪ লাখ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত