Ajker Patrika

৫ দিনেই সার্টিফিকেট পাবেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি  
রাবির সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা
রাবির সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার প্রভিশনাল ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন করা হয়েছে। আজ রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এই প্রক্রিয়ার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া আধুনিকায়নের জন্য সম্পূর্ণ সফটওয়্যার আধুনিকায়ন করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে ফি প্রদানের জটিলতা নিরসন, আবেদনপত্র জমা ও সনদ প্রদানের জন্য এসএমএস প্রদান করা হবে।

কোনো আবেদনে ভুলত্রুটি থাকলে সেটিও এসএমএসের মাধ্যমে জানানো হবে। আর নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর পাঁচ কার্যদিবসের মধ্যে মূল সনদ প্রদান করা হবে। এ ছাড়া নিরসন হবে সার্টিফিকেট উত্তোলন-সংক্রান্ত জটিলতা।

উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব বলেন, এর মাধ্যমে আরও দ্রুততার সঙ্গে সনদ প্রদান করা যাবে। এর মধ্য দিয়ে আবেদনকারীদের সময় সাশ্রয় ও সে সম্পর্কিত বিড়ম্বনা লাঘব হবে। আগামীতে এই প্রক্রিয়া আরও আধুনিকায়নসহ পরীক্ষা-সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়া সময়োপযোগী করার কাজও চলছে।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হাসনাত কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত