হোম > সারা দেশ > রাজশাহী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নাটোরে আ.লীগের ৩৩ জনকে আটক

নাটোর প্রতিনিধি 

সাবেক মেয়র আব্দুল বারেক (বামে) ও ইউপি চেয়ারম্যান ওসমান গনি। ছবি: সংগৃহীত

নাটোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাবেক পৌর মেয়র-ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্নস্থান থেকে তাঁদের আটক করা হয়।

আজ রোববার সকালে আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি বলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক ও সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমান গনিসহ ৩৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ১০ নভেম্বরকে (শহীদ নূর হোসেন দিবস) সামনে রেখে আটক আওয়ামী লীগ কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যাতে নাশকতা বা সহিংসতা চালাতে না পারে সে লক্ষ্যে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে, আওয়ামী লীগ কর্মীদের নাশকতার আশঙ্কায় সকাল থেকে নাটোর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। সকাল থেকেই তাঁরা শহরে মোটর শোডাউন করছে। শহরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের উপস্থিত রয়েছে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন