হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে ফরহাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নিহতের মা–বাবাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

ফরহাদ হোসেন সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের হামিদ আলীর ছেলে।

নাটোর আদালতের সরকারি কৌঁসুলি আনিসুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালে ইটালি ইউনিয়নের বনকুড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে ফরহাদ হোসেনের বিয়ে হয়। যৌতুক বাবদ দুই দফায় ৬৫ হাজার টাকা দেওয়া হয় ফরহাদকে। তবে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর বন্ধ হয়নি।

২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান ফরহাদ। পরদিন ফাতেমার বাবা নুর ইসলাম বাদী হয়ে ফরহাদ হোসেনসহ চারজনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন।

সিংড়া থানার তৎকালীন উপপরিদর্শক নুর আলম মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৬ এপ্রিল ফরহাদ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন এবং অন্য আসামিদের অব্যাহতির সুপারিশ করেন। পরে মামলাটি বিচারের জন্য নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসে। দীর্ঘ ১৪ বছর পর এ মামলার রায় ঘোষণা করলেন বিচারক।

ঈশ্বরদীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

শাহজাদপুরে সরকারি জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

৫ দিনেই সার্টিফিকেট পাবেন রাবি শিক্ষার্থীরা

‘আওয়ামী ট্যাগ দিয়ে’ এসেনশিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা কাটার অভিযোগ হিসাব কর্মকর্তাদের বিরুদ্ধে

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় দেওয়া হলো ‘সি’ ইউনিটের উত্তরপত্র