হোম > সারা দেশ > রাজশাহী

ফেরিওয়ালা ‘মাথা’র রাতে স্বেচ্ছায় নির্বাচনী প্রচার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

স্থানীয়রা তাঁকে ‘মাথা’ নামে ডাকে। পুরো নাম সাহেব আলী মাথা। সারা দিন বিভিন্ন ট্রেনে ফেরি করে হ্যান্ড মাইকে নানা সামগ্রী বিক্রি করেন। সন্ধ্যা হলেই স্বেচ্ছায় নির্বাচনী প্রচারের কাজে নেমে পড়েন। বগুড়া-৩ আসনে (আদমদীঘি-দুপচাঁচিয়া) স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের (ট্রাক প্রতীক) হয়ে কাজ করেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভের মোড় এলাকার এই ফেরিওয়ালা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিন সান্তাহার স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, সাহেব আলী মাথার এক হাতে ট্রাক মার্কার পোস্টার, অন্য হাতে মাইক নিয়ে সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ভোট চেয়ে বেড়াচ্ছেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সারা দিন মাথায় ফেরি নিয়ে বিভিন্ন ট্রেনে নানা ধরনের সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকি। আর সন্ধ্যার পর থেকে বাঁধন ভাইকে ভালোবেসে তাঁর প্রচার চালাচ্ছি। আমি নিজের উদ্যোগে বিনা স্বার্থে তাঁর হয়ে কাজ করছি।’

এ ব্যাপারে আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু বলেন, ‘শুনেছি সাহেব আলী মাথা স্বেচ্ছায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের নির্বাচনী প্রচার করছে। এ জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।’

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, ‘সাহেব আলী মাথা নামের ওই ফেরিওয়ালাকে কয়েক দিন ধরে দেখছি নির্বাচনী এলাকায় বাঁধনের ট্রাক মার্কার প্রচার চালাচ্ছেন। বর্তমানে স্বার্থ ছাড়া কাজ করা লোক খুব কম চোখে পড়ে।’

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাকে জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। সব শ্রেণির জনগণ যে আমাকে ভালোবাসে, সাহেব আলী মাথাকে দেখে সেটা বোঝা যায়।’

ঈশ্বরদীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

শাহজাদপুরে সরকারি জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

৫ দিনেই সার্টিফিকেট পাবেন রাবি শিক্ষার্থীরা

‘আওয়ামী ট্যাগ দিয়ে’ এসেনশিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা কাটার অভিযোগ হিসাব কর্মকর্তাদের বিরুদ্ধে

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় দেওয়া হলো ‘সি’ ইউনিটের উত্তরপত্র