হোম > সারা দেশ > রাজশাহী

আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভেরেন্ডি বাজার গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।

জানা গেছে, রফিকুল ইসলাম ভেরেন্ডি বাজার থেকে দুই যাত্রী নিয়ে অটোরিকশায় আক্কেলপুরে আসছিলেন। পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন চার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনের চাকা ভেঙে অটোরিকশাচালক রাস্তায় পড়ে যান। তখন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম। পড়ে দ্রুত স্থানীয় লোকজন অটোরিকশাচালককে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনার পর স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অটোরিকশাচালককে চাপা দিয়ে ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন হালির মোড় এলাকায় ট্রাকটি জব্দ করে। এ সময় ট্রাকচালক কৌশলে পালিয়ে যায়। ট্রাকটি হেফাজতে নিয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

শাহজাদপুরে সরকারি জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

৫ দিনেই সার্টিফিকেট পাবেন রাবি শিক্ষার্থীরা

‘আওয়ামী ট্যাগ দিয়ে’ এসেনশিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা কাটার অভিযোগ হিসাব কর্মকর্তাদের বিরুদ্ধে

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় দেওয়া হলো ‘সি’ ইউনিটের উত্তরপত্র