Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত 

সিরাজগঞ্জ সদরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আলাউদ্দিন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক আলাউদ্দিনকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথাসহ শরীরের অনেক অংশ থেঁতলে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে সদর উপজেলার শিলন্দা এলাকা থেকে আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে। 

ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘নিহত বৃদ্ধের পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। তাতে নাম লেখা মো. আলাউদ্দিন। বাকি পরিচয় এখনো পাওয়া যায়নি।’

রাবি প্রশাসনের ইফতারের আয়োজন, খাবার পাননি অনেকে

ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

কিস্তি না পেয়ে ছাগল নিয়ে গেল জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা

নাটোরের যুবলীগ নেতা কালিয়া গ্রেপ্তার

কাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

সাংবাদিককে হত্যাচেষ্টার মামলায় চার্জশিট দাখিল

আতাইকুলায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

নাটোরের সিংড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

নাটোরে নিখোঁজের এক দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রিকশাচালককে জুতাপেটার তদন্ত শুরু, ক্ষমা চান সমাজসেবা কর্মকর্তা