হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আলাউদ্দিন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক আলাউদ্দিনকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথাসহ শরীরের অনেক অংশ থেঁতলে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে সদর উপজেলার শিলন্দা এলাকা থেকে আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে। 

ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘নিহত বৃদ্ধের পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। তাতে নাম লেখা মো. আলাউদ্দিন। বাকি পরিচয় এখনো পাওয়া যায়নি।’

ঈশ্বরদীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

শাহজাদপুরে সরকারি জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

৫ দিনেই সার্টিফিকেট পাবেন রাবি শিক্ষার্থীরা

‘আওয়ামী ট্যাগ দিয়ে’ এসেনশিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা কাটার অভিযোগ হিসাব কর্মকর্তাদের বিরুদ্ধে

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় দেওয়া হলো ‘সি’ ইউনিটের উত্তরপত্র