হোম > সারা দেশ > রাজশাহী

হালতি বিলে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

ঝড়-বৃষ্টিতে নুয়ে পড়েছে ভুট্টাগাছ। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ধরনের ফসল। গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ করে নলডাঙ্গা উপজেলার মাধনগরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। বড় বড় শিলা পড়ে। এতে মৌসুমি ফল আম ও লিচুর কুঁড়ি ঝরে গেছে। এ ছাড়া উঠতি চৈতালি ফসল এবং হালতি বিলের বোরো ধান মাটিতে লুটিয়ে পড়ায় ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন কৃষকেরা। গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন তাঁরা।

কৃষি অফিস বলছে, বোরো ধানের খেত শুয়ে পড়েছে। ভুট্টাখেত ও পেঁয়াজবীজের ক্ষতি হয়েছে।

হালতি বিলের মাধনগর এলাকার কৃষক জহের আলী বলেন, ‘ঝড় শিলাবৃষ্টিতে আমার চার বিঘা বোরো ধানের মধ্যে এক বিঘা জমির জিরাশাইল ধান মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

আরেক কৃষক আকরাম বলেন, ‘আর কয়েক দিন পর আমার জমির ধান পেকে যেত। এর মধ্যে গতকাল (রোববার) সন্ধ্যায় শিলাবৃষ্টিতে সেই ধান ঝরে গেছে। ধানের শিষে অর্ধেক ধান আছে।

সোনাপাতিল গ্রামের কৃষক মেজু আলী বলেন, ঝড়ে ভুট্টাগাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ভুট্টার ফলন কমে যাবে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন বলেন, উপজেলার হালতি বিলে সাড়ে ৭ হাজার হেক্টর বোরো ধানের মধ্যে ৭৯ হেক্টর জমির বোরো ধান শুয়ে পড়েছে। এ ছাড়া ভুট্টা ও দুই হেক্টর জমির পেঁয়াজবীজের ক্ষতি হয়েছে।

ঈশ্বরদীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

শাহজাদপুরে সরকারি জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

৫ দিনেই সার্টিফিকেট পাবেন রাবি শিক্ষার্থীরা

‘আওয়ামী ট্যাগ দিয়ে’ এসেনশিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা কাটার অভিযোগ হিসাব কর্মকর্তাদের বিরুদ্ধে

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় দেওয়া হলো ‘সি’ ইউনিটের উত্তরপত্র