Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আনারুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ বুধবার ভোর ৬টার দিকে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এর আগে গত সোমবার জমি সংক্রান্ত জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আনারুল ইসলাম। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ। 

নিহত আনারুল ইসলাম উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের মৃত তুফানু প্রামানিকের ছেলে। 

স্থানীয়রা জানান, হুদাবালা গ্রামের আবু বক্বর সিদ্দিকের সঙ্গে তাঁর চাচাতো ভাই আনারুলের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হন আনারুল ইসলাম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। 

শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) আইনুল হক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় রুমা ও রহিমা নামের দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনপির আধিপত্যের দ্বন্দ্ব, কর্মীসহ নিহত ২

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর

বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি বরণ নিয়ে সংঘর্ষ, আহত কর্মীর মৃত্যু

যারা নির্বাচন পেছাতে চায়, তাদের বিষয়ে সন্দেহ আছে: সালাম

ঘরের দরজা ভেঙে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ছাত্রদল নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

বড়াইগ্রামে নছিমন-ভটভটির সংঘর্ষে যুবক নিহত

বড়াইগ্রামে ছাত্র ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

অটোরিকশায় সহযাত্রী তরুণীকে অশোভন ইঙ্গিত, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই