হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে বৃদ্ধের লাশ উদ্ধার, মাথায় ধারালো অস্ত্রের আঘাত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কায়সার আলী অন্তাহার গ্রামের মৃত গরীবুল্লাহ প্রামাণিকের ছেলে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মইনুদ্দীন। 

অন্তাহার গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘কায়সার আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ। তিনি রাতের বেলা গ্রামে ঘুরে ঘুরে আম ও বিভিন্ন ফল কুড়াতেন। গতকাল বুধবার রাতেও তিনি আম কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।’ 

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আজ ভোরে অন্তাহার গ্রামের দক্ষিণপাড়া মসজিদের ইমাম আব্দুস সামাদ ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় মসজিদের পাশে কায়সার আলীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তিনি এই বিষয় গ্রামবাসীকে জানান। গ্রামের লোকজন দ্রুত আদমদীঘি থানায় এ বিষয় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’ 

ওসি মইনুদ্দীন বলেন, ‘লাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ওই গ্রামের বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন।’

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

সেকশন