নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে হেরোইন রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কবির ইসলাম (৩৫)। রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের মোনতাজ আলীর ছেলে তিনি।
নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর জানান, ২০২২ সালের ১৫ নভেম্বর র্যাবের একটি দল লালপুর উপজেলার তিলকপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কবির ইসলাম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে হেরোইন জব্দ করা হয়।
পরে র্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে লালপুর থানায় সোপর্দ করে। দীর্ঘ তদন্ত ও বিচার কার্যক্রম শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাবের এই ধরপাকড় নাটোরে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।