রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের রোগী করোনা পজিটিভ ছিলেন। আর রাজশাহীর রোগী নমুনা পরীক্ষার আগেই উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত দুজনই পুরুষ।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৭০ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৬ জন। ছাড়পত্র পেয়েছেন ৭ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৬৭ জন।
এর মধ্যে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৭ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৬ জন এবং চুয়াডাঙ্গার একজন করে রোগী ছিলেন।
জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসfব অনুযায়ী, সোমবার জেলার ২১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। সংক্রমণের হার ৪ দশমিক ৭১ শতাংশ।