বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী। তিনি বলেন, ‘গ্রেপ্তারের সময় পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর বাড়ি থেকে ছয়টি ধারালো হাঁসুয়া, পাঁচটি চাকু, ছয়টি চাপাতি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়।’
অস্ত্র আইনে মামলা দিয়ে তাঁকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।