হোম > সারা দেশ > রাজশাহী

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

সাইফুল ইসলাম ও তাজুল ইসলাম কিরণ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পৃথক দুই অভিযানে তাঁদের আটক করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. সাইফুল ইসলাম (৫৯) ও মো. তাজুল ইসলাম কিরণ (৪৬)। সাইফুল উপজেলার কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাকে খন্দকারটোলা এলাকা থেকে আটক করা হয়। কিরণ গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়। গত ২ নভেম্বর দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়ক প্রশিক্ষণ করে। মিছিলটি ধুনট রোড পৌঁছালে হামলার শিকার হয়। এই ঘটনায় আহত রিফাত সরকার গত ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ১৪৭ জন এবং অজ্ঞাতনামা আরও অনেকে আসামি করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঈশ্বরদীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

শাহজাদপুরে সরকারি জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

৫ দিনেই সার্টিফিকেট পাবেন রাবি শিক্ষার্থীরা

‘আওয়ামী ট্যাগ দিয়ে’ এসেনশিয়াল ড্রাগসের ৫৪ জনকে চাকরিচ্যুত

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা কাটার অভিযোগ হিসাব কর্মকর্তাদের বিরুদ্ধে

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় দেওয়া হলো ‘সি’ ইউনিটের উত্তরপত্র