হোম > সারা দেশ > রংপুর

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক

পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী বৈঠকটি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সীমান্তসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিএসএফকে সমন্বয় সভায় অংশ নেওয়ার আহ্বান জানায় বিজিবি। সভায় বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ আট সদস্যের এবং ভারতের পক্ষে জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতম ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আলোচনাসভায় বিএসএফের পক্ষ থেকে সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, দুষ্কৃতকারীর ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটা, বাংলাদেশি সীমান্ত এলাকার বাসিন্দাদের শূন্যরেখায় গবাদিপশু চরানো, যেকোনো সমস্যা হলে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান, ভারতীয় জমির ফসল যাতে বাংলাদেশি নাগরিকেরা না কাটে, চোরাকারবারিদের বিএসএফের ওপর আক্রমণ বন্ধ করা ও দহগ্রাম এবং কুচলিবাড়ী সীমান্তে চোরাচালান বন্ধ করার প্রসঙ্গ তোলা হয়।

অন্যদিকে বিজিবির পক্ষ থেকে চোরাকারবারি আটক করলে আইনি ব্যবস্থা গ্রহণ, সীমান্তে গুলি করে নিরীহ জনগণকে হত্যা না করা, যেকোনো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান নিয়ে আলোচনা করা হয়।

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক। ছবি: সংগৃহীত

উল্লিখিত বিষয়গুলো নিয়ে উভয় বাহিনী বিস্তর আলোচনা করে একমত পোষণ করে বলে বিজিবির সূত্র জানিয়েছে।

সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম প্রমুখ।

বিএনপি নেতাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বরখাস্ত করা অধ্যক্ষকে পুনর্বহালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলা

ঝড়-শিলায় ক্ষতি ৩৬০ বিঘা পেঁয়াজবীজের খেত

মহাসড়কজুড়ে ‘আলপথ’, তদন্তে নেমেছে দুদক

হাসপাতালে দুই দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ

গ্রামে ঘুরে ঘুরে শিশুদের আবদার ‘রাক্ষস এসেছি রে...চাল দে’

ফুলবাড়ীতে গাছের চাপায় পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত ২

আ.লীগ সরকারের পতনের ৮ মাস পরও বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় বিএনপির ৬ জন আহত, আটক ৩