হোম > সারা দেশ > রংপুর

ভাঙচুরের মামলায় রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

ভাঙচুরের মামলায় রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার কালিগঞ্জ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 গ্রেপ্তার আবুল বাশার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আবুল বাশার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সাতদরগা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পীরগাছা থানা–পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পীরগাছার নবু চালুনিয়া গ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলার বাদী সামছুল হক। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ঢাকার মিরপুরে একটি হত্যা মামলায় তার নাম রয়েছে বলে জানা গেছে। 

এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা (এসআই) খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি পোড়ানোর ঘটনায় তদন্তে তার জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এ মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হবে।’ 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যান আবুল বাশারকে বেলা ৩টার দিকে ইটাকুমারী এলাকা থেকে আটক করা হয়। তার নামে পীরগাছা থানা ও ঢাকায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।’

বিএনপি নেতাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বরখাস্ত করা অধ্যক্ষকে পুনর্বহালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলা

ঝড়-শিলায় ক্ষতি ৩৬০ বিঘা পেঁয়াজবীজের খেত

মহাসড়কজুড়ে ‘আলপথ’, তদন্তে নেমেছে দুদক

হাসপাতালে দুই দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ

গ্রামে ঘুরে ঘুরে শিশুদের আবদার ‘রাক্ষস এসেছি রে...চাল দে’

ফুলবাড়ীতে গাছের চাপায় পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত ২

আ.লীগ সরকারের পতনের ৮ মাস পরও বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় বিএনপির ৬ জন আহত, আটক ৩