পীরগাছা (রংপুর) প্রতিনিধি
ভাঙচুরের মামলায় রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার কালিগঞ্জ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল বাশার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আবুল বাশার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সাতদরগা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পীরগাছা থানা–পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পীরগাছার নবু চালুনিয়া গ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলার বাদী সামছুল হক। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ঢাকার মিরপুরে একটি হত্যা মামলায় তার নাম রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা (এসআই) খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি পোড়ানোর ঘটনায় তদন্তে তার জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এ মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হবে।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যান আবুল বাশারকে বেলা ৩টার দিকে ইটাকুমারী এলাকা থেকে আটক করা হয়। তার নামে পীরগাছা থানা ও ঢাকায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।’