হোম > সারা দেশ > রংপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পক্ষপাত দুষ্টু’ কমিটি বাতিলের দাবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

আহ্বায়ক কমিটিকে পক্ষপাত দুষ্টু দাবি করে বাতিলের জন্য সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পক্ষপাত দুষ্টু’ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুলাই ছাত্র আন্দোলনে জড়িতদের একাংশ। আজ রোববার দুপুরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি শহীদ মিনার চত্বরে এ সংবাদ সম্মেলন হয়।

এর আগে ১১ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিরের উদ্দেশ্যে জুলাই বিপ্লবের সম্মুখসারির বিপ্লবীদের বাদ দিয়ে রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সদস্যদের উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একধরনের বৈষম্য। জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে যাঁরা ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই থেকে কাজ করে চলেছেন, তাঁদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটির প্রায় ৩০ জন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এ সময় পক্ষপাত দুষ্টু কমিটি দাবি করে জড়িত কুড়িগ্রাম জেলা কমিটির নেতাদেরকে ভূরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আবেদন জানানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

বিএনপি নেতাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বরখাস্ত করা অধ্যক্ষকে পুনর্বহালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলা

ঝড়-শিলায় ক্ষতি ৩৬০ বিঘা পেঁয়াজবীজের খেত

মহাসড়কজুড়ে ‘আলপথ’, তদন্তে নেমেছে দুদক

হাসপাতালে দুই দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ

গ্রামে ঘুরে ঘুরে শিশুদের আবদার ‘রাক্ষস এসেছি রে...চাল দে’

ফুলবাড়ীতে গাছের চাপায় পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত ২

আ.লীগ সরকারের পতনের ৮ মাস পরও বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় বিএনপির ৬ জন আহত, আটক ৩