হোম > সারা দেশ > রংপুর

চিলমারীর রাজারঘাট সেতু দিয়ে চলাচলে ঝুঁকি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

চিলমারীর ঝুঁকিপূর্ণ রাজারঘাট সেতু। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানিগঞ্জ ইউনিয়নের বুড়িতিস্তা নদীর ওপর নির্মিত রাজারঘাট সেতু দিয়ে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। ১৯৮২ সালে দেড় কোটি টাকা ব্যয়ে ডিসি ৫০ রোডে ৭০ মিটার রাজারঘাট সেতুটি নির্মাণ করা হয়।

এলাকাবাসী জানায়, ২০১৯ সালের বন্যায় সেতুর গাইড ওয়াল ভেঙে দুই পাশের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সংযোগ সড়কে মাটি ফেলে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করা হয়। পাঁচ বছর ধরে জনগুরুত্বপূর্ণ সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচলের ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

থানাহাট ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার অটোরিকশাচালক আমিন মিয়া (৪৫) বলেন, এই সেতু দিয়ে প্রতিদিন একাধিকবার অটোরিকশা নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু দুই দিকে গভীর গর্ত হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। চিন্তায় থাকতে হয় কখন জানি দুর্ঘটনা ঘটে।

রানিগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকা থেকে আসা পথচারী আব্দুল জলিল মিয়া (৬০) বলেন, ‘এখানে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। রাতের আঁধারে অনেক সাইকেল-রিকশা গর্তে পড়ে যায়। এখানে কবে যে কার মৃত্যু হবে, সেটা বলা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্থানীয় সরকার (এলজিইডি) বিভাগের প্রকৌশলী ফিরোজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। দুই দিকে কয়েকবার মাটি ভরাট করা হয়েছে। কিন্তু বুড়িতিস্তা নদীর স্রোত থাকায় সেটি টেকসই হয়নি। দ্রুত সেখানে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন