রংপুরের পীরগাছায় এক দিনে শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বড়পানসিয়া সর্দারপাড়া ও অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বড়পানসিয়া সর্দারপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম, মৃত মনছুর আলীর ছেলে নজরুল ইসলাম, মুকুল মিয়ার মেয়ে মিথিলা আক্তার, মৃত আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন ও অনন্তরাম আমবাড়ী গ্রামের মৃত আব্দুলের মেয়ে রাবেয়া বেগম।
সরেজমিনে শুক্রবার রাত ১০টার দিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন মর্জিনা বেগম। তাঁর ডান পায়ে ব্যান্ডেজ করা। শিয়াল তাঁর ডান হাঁটুর নিচে কামড়ে মাংস ছিঁড়ে নিয়েছে।
মর্জিনা বেগম বলেন, তিনি সন্ধ্যার দিকে বাড়ির আঙিনায় রান্না করছিলেন। এ সময় কোথা থেকে যেন একটি শিয়াল এসে তাঁকে আক্রমণ করে। পরে তাঁর চিৎকারে লোকজন এসে শিয়ালের হাত থেকে তাঁকে উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা সাঈদী বলেন, এক দিনে এতগুলো শিয়ালের আক্রমণে আহত রোগী তিনি আগে আর পাননি। আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।