নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী গাড়ির ধাক্কায় সহিদুল ইসলাম ফিরোজ নামের মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের খোদা হাফেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সহিদুল ইসলাম ফিরোজ সৈয়দপুর শহরের একজন ব্যবসায়ী। তাঁর বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুরে। তিনি সৈয়দপুর শহরের কাজীপাড়ায় শ্বশুরের বাসায় থাকতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।