হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে আরিফা বেগম (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে থানা-পুলিশ। 

নিহত আরিফা বেগম ফুলবাড়ী পৌর এলাকারার ৯ নম্বর ওয়ার্ডের চকচক (ডাঙ্গা) গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী ও চিরিরবন্দর থানার আমবাড়ী কেশবপুর গ্রামের ছাইদুল ইসলামের মেয়ে। 

এ ঘটনায় আজ শনিবার সকালে নিহতের বাবা ছাইদুল ইসলাম বাদী হয়ে স্বামী, শাশুড়ি ও ভগ্নীপতিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ওইদিনই ফুলবাড়ী পৌর এলাকারার চকচকা (ডাঙ্গা) গ্রামে নিজ বাড়ী থেকে স্বামী সাইদুল ইসলাম (৩৬) ও শাশুড়ি জাহেদা বেগম (৫৭) কে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম। 

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ আরিফা বেগমের মৃত্যু হয়। 

এর আগে গত ১২ জুন ফুলবাড়ী পৌর এলাকারার চকচক (ডাঙ্গা) গ্রামে তার স্বামীর বাড়িতে মারপিটের ঘটনা ঘটে। 

মামলা সূত্রে জানা গেছে, ৭ বছর পূর্বে ফুলবাড়ী পৌর এলাকারার চকচক (ডাঙ্গা) গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলামের সঙ্গে চিরিরবন্দর থানার আমবাড়ী কেশবপুর গ্রামের ছাইদুল ইসলামের মেয়ে আরিফা বেগমের বিয়ে হয়। এরপর সংসার জীবনে তাদের এক ছেলে ও এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। 

বিয়ের পর থেকে প্রায় সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আরিফাকে কারণে অকারণে মারপিটসহ মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল স্বামী সাইদুল। ঠিকমত ভরণপোষণও দিত না। ইতিপূর্বেও যৌতুকের জন্য তাকে মারপিট করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। 

পরবর্তীতে গ্রামের স্থানীয় লোকজনের উপস্থিতিতে যৌতুকের জন্য আর মারপিট করিবে না মর্মে অঙ্গীকার করে আরিফাকে আবারও বাড়িতে নিয়ে আসে। এরই মধ্যে গত ১২ জুন আবারও আরিফাকে তার স্বামী সাইদুল যৌতুকের জন্য মারপিট করে। এতে গুরুতর জখম হন আরিফা। 

মারপিটের বিষয়টি আরিফা তার বাবা ছাইদুল ইসলামকে মোবাইল ফোনে জানালে তার মা সাহিদা খাতুনসহ মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ওই দিন রাতেই চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরিফা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে নিহতের বাবা ছাইদুল ইসলাম বাদী হয়ে স্বামী সাইদুল ইসলাম (৩৬) ও শাশুড়ি জাহেদা বেগম (৫৭) ও ভগ্নীপতি সোহেলকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ দুজনকে আটক করে। 

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, গৃহবধূ আরিফা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা ছাইদুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। দুজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন