গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাক্টর ও পিকআপ ভ্যান সংঘর্ষে মুসা মিয়া (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। নিহত মুসার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বলে জানা গেছে।
আজ শনিবার (২৯ মার্চ) সকালের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে একটি পিকআপ ভ্যান ট্রাক্টরের সামনে দিয়ে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে মুসা (২০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার স্থানীয় হাসপাতালে ভর্তি করান।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করছেন।