হোম > সারা দেশ > রংপুর

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পাঁচ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রাম ও ফুলবাড়ী প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচজন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার ভোররাতে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গৃহবধূর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে মইনুল হক (২২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে স্থানীয় একটি ইউক্যালিপটাস বাগানে মইনুলের সঙ্গে দেখা করতে যান ওই গৃহবধূ। এ সময় মইনুল তাঁর সহযোগী ইয়াকুবের (২৫) সঙ্গে যোগসাজশ করে আরও পাঁচ যুবককে সঙ্গে নিয়ে ধর্ষণের পরিকল্পনা করেন। মঙ্গলবার রাতে গৃহবধূ মইনুলের সঙ্গে দেখা করতে গেলে সাত যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী গতকাল বুধবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ ভোররাতে মইনুল, ইয়াকুবসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর তিন ব্যক্তি হলেন হাসানুর রহমান (২০), সোহেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অভিযুক্ত অপর দুই আসামি হলেন আতিয়ার রহমান (৩৫) ও আল আমিন (২০)।

ওসি মামুনুর রশীদ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও গ্রেপ্তার যুবকদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপি নেতাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বরখাস্ত করা অধ্যক্ষকে পুনর্বহালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলা

ঝড়-শিলায় ক্ষতি ৩৬০ বিঘা পেঁয়াজবীজের খেত

মহাসড়কজুড়ে ‘আলপথ’, তদন্তে নেমেছে দুদক

হাসপাতালে দুই দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ

গ্রামে ঘুরে ঘুরে শিশুদের আবদার ‘রাক্ষস এসেছি রে...চাল দে’

ফুলবাড়ীতে গাছের চাপায় পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত ২

আ.লীগ সরকারের পতনের ৮ মাস পরও বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় বিএনপির ৬ জন আহত, আটক ৩