হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপপরিচালক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ জুবায়ের সজীবকে (৩৬) ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মোটর মেকানিক গ্যারেজ থেকে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আটক করে। এ সময় আরও তিনজনকে আটক করা হয়।
আটক অন্যরা হলেন দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আব্দুল্লাহ আল ফারুক (৩৭), চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ (৪০) এবং বড় বন্দর এলাকার জাকির হোসেন (৩৬)। আটক ইমতিয়াজ জুবায়ের সজীব বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল বুধবার রাত ১১টার দিকে ইয়াবা সেবন অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, গ্যারেজের ভেতরে একটি গোপন কক্ষে কয়েকজন নিয়মিত মাদক সেবনের আড্ডা বসাতেন—এ রকম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনকালে ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।