হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে চাচার লাশ দেখতে যাওয়ার পথে বাসচাপায় ভাতিজি নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৩২
আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১৮: ০৪
পীরগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তারুল ইসলাম মুক্তাকে (৬৫) দেখতে যাওয়ার পথে তাঁর ভাতিজি তোজ্জামিম আক্তার রেবু (৫০) বাসচাপায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার সকালে পৌর শহরের জামতলি নামক স্থানে এবং পৌর শহরের থানার গেটের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মিনিবাসটি থানা হেফাজতে রয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, গতকাল রাতে এক মোটরসাইকেল আরোহী জামতলি নামক স্থানে রাস্তা পারাপারের সময় মুক্তারুল ইসলামকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আজ সকালে নেকমরদ-দিনাজপুরে মুক্তারুল ইসলামকে দেখতে যাওয়ার পথে পীরগঞ্জ পৌরশহরে থানার গেটের সামনে ব্যাটারিচালিত ভ্যানটিকে হক মিনিবাস চাপা দেয়। তাতে ব্যাটারিচালিত ভ্যান দুমড়ে-দুমড়ে গেলে তোজ্জামিম আক্তার রেবু ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাতপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জে সাঁওতালদের সম্পত্তি দখলের তৎপরতা চলছে: ৪৭ নাগরিকের বিবৃতি

অনৈতিক কাজে রাজি না হওয়ায় স্ত্রীকে অ্যাসিড মেরে হত্যার অভিযোগ, স্বামী লাপাত্তা

ঘুষ নেওয়ার সময় ডিমলায় ভূমি কর্মকর্তা হাতেনাতে আটক

মহাসড়কের গাছ চুরি, যুবদলের ৪ কর্মী আটক