Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

নারী নিপীড়ন: লিটনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নারী নিপীড়ন: লিটনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

নারী নিপীড়নের অভিযোগ নিয়ে সদ্য অব্যাহতি পাওয়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আজ সোমবার দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী নাগরিকবন্ধন থেকে এই দাবি তোলা হয়। 

প্রতিবাদী নাগরিকবন্ধনে বক্তারা বলেন, ‘আমিনুল ইসলাম লিটনের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেছেন অনেক নারী। এ নিয়ে কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। এমনকি লিটনের সঙ্গে ভুক্তভোগীদের কথোপকথনের অডিও রেকর্ডও ফাঁস হয়েছে। যাতে লিটনকে নিপীড়নের অভিযোগ স্বীকার করতে শোনা যায়।’ 

নারী নিপীড়ন দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ‘এটি সামাজিকভাবে সমাধানের বিষয় নয়। তাই এমন অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে।’ 

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন আয়োজিত এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সম্মিলিত সামাজিক আন্দোলন, ছাত্র ইউনিয়ন, সাংস্কৃতিক ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক পান্না জান্নাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংস্কৃতিক সংগঠক অম্বরিশ দত্ত, নিরঞ্জন দে যাদু, এনামুল মুনির, ভূমিসন্তান বাংলাদেশ সমন্বয়ক আশরাফুল কবির, যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুজ্জামান পাপলু প্রমুখ।

অস্ত্র-মাদকসহ আটকের পর যুবদল নেতা বহিষ্কার

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ চা-শ্রমিক নিহত, আহত ১৬

শান্তিগঞ্জে আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

সুনামগঞ্জের লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সালিসে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

শেখ হাসিনার বিচার এক-দেড় মাসের মধ্যেই শুরু হবে: চিফ প্রসিকিউটর

হাওরের ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ৪৫%

যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগ, সিলেটে সড়ক অবরোধ