হোম > সারা দেশ > সিলেট

সিলেটে চুরি হচ্ছে সাদা পাথর, কমতে পারে পর্যটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদের উজানে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে সাদা পাথর পর্যটনকেন্দ্র। এর টানে ছুটে আসেন পর্যটকেরা। সেই সাদা পাথরে চোখ পড়েছে স্থানীয় প্রভাবশালী চক্রের। সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কিছুদিন বন্ধ ছিল পর্যটনকেন্দ্রটি। এই সুযোগে চক্রটি সাদা পাথর চুরি শুরু করেছে। গত রোববার রাতে পাথর চুরির সময় ধলাই নদের হেকিমেরটুক এলাকা থেকে পাথরবোঝাই ছয়টি নৌকাসহ ১৭ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ জানায়, ৮-১০টি বারকি নৌকায় ৩০-৩৫ জন সাদা পাথর নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ছয়টি নৌকার ১৭ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, চুরি করা সাদা পাথর বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্র বলেছে, স্থানীয় কিছু প্রভাবশালী বিজিবি ও পুলিশের কিছু অসাধু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে সাদা পাথর চুরি করছেন। বিনিময়ে নৌকাপ্রতি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা চাঁদা দিতে হয়। ভোলাগঞ্জ ১০ নম্বর, পুলিশ ফাঁড়ি ঘাট, কালাইরাগ, কলাবাড়ী ও টুকেরবাজার এলাকায় নদের পাড়ে রেখে এগুলো বিক্রি হয়।

স্থানীয় ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তাদের যোগসাজশে এবং দায়িত্বে অবহেলার কারণে সাদা পাথর চুরি হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে একদিন সাদা পাথর পর্যটনকেন্দ্র বিলীন হয়ে যাবে।

কোম্পানীগঞ্জ ট্যুরিজম ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, প্রতিনিয়ত সাদা পাথর চুরি হওয়ায় পর্যটনকেন্দ্রটি যেমন সৌন্দর্য হারাবে, তেমনি পর্যটকেরাও এখান থেকে আগ্রহ হারাবে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বর্তমানে যেটুকু আছে, তা-ও থাকবে না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাঝে সাদা পাথর পর্যটনকেন্দ্র। এগুলো চুরি রোধে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। দিনরাত টহল দিচ্ছি। রোববার রাতে ছয়টি নৌকাসহ ১৭ জনকে আটক করেছি। তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ বলেন, ‘আমাদের কারও বিরুদ্ধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সাদা পাথর চুরির বিষয়টি নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের জিজ্ঞেস করুন।’

বিজিবির ভোলাগঞ্জ কালাসাদেক বিওপি কোম্পানি কমান্ডার জাকির হোসেন বলেন, ভোলাগঞ্জ ক্যাম্পের কমান্ডারকে চুরি রোধে আরও কঠোর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

ফেসবুক লাইভে পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

সেকশন