সিলেট প্রতিনিধি
সিলেটে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দুই দফা পিটিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
নগরের মাছিমপুরে গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে প্রথম দফা ও পরে মধ্যরাতে দ্বিতীয় দফা এই হামলার ঘটনা ঘটে। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজসহ চার কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ সময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক প্রতিদিনের মতো গতকাল তাঁর অনুসারীদের নিয়ে মাছিমপুরে ল কলেজ এলাকায় আড্ডা দিতে জড়ো হন। সেখানে গাড়ি পার্কিং করে রাখেন স্থানীয় আব্দুল হান্নানের ছেলে ছাত্রলীগের কর্মী অপু। এ নিয়ে দুই পক্ষে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে আজিজুল ঘটনাস্থলে এলে দেশীয় অস্ত্রের হামলায় তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় আজিজুলের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে জড়ো হলে সেখানে আগে থেকে থাকা অপু ছাড়াও মঞ্জু, দিপু, অপি, মুজিবসহ শতাধিক লোক আরেক দফা হামলা করেন। এর জেরে সিলেটের বিভিন্ন ইউনিটের বিএনপির নেতা-কর্মীরা মধ্যরাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁরা মাইকে ঘোষণা দিয়ে হামলার চেষ্টা করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। হামলার সময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এগুলো থানায় নিয়ে আসা হয়েছে।’
সিলেটে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দুই দফা পিটিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
নগরের মাছিমপুরে গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে প্রথম দফা ও পরে মধ্যরাতে দ্বিতীয় দফা এই হামলার ঘটনা ঘটে। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজসহ চার কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ সময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক প্রতিদিনের মতো গতকাল তাঁর অনুসারীদের নিয়ে মাছিমপুরে ল কলেজ এলাকায় আড্ডা দিতে জড়ো হন। সেখানে গাড়ি পার্কিং করে রাখেন স্থানীয় আব্দুল হান্নানের ছেলে ছাত্রলীগের কর্মী অপু। এ নিয়ে দুই পক্ষে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে আজিজুল ঘটনাস্থলে এলে দেশীয় অস্ত্রের হামলায় তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় আজিজুলের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে জড়ো হলে সেখানে আগে থেকে থাকা অপু ছাড়াও মঞ্জু, দিপু, অপি, মুজিবসহ শতাধিক লোক আরেক দফা হামলা করেন। এর জেরে সিলেটের বিভিন্ন ইউনিটের বিএনপির নেতা-কর্মীরা মধ্যরাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁরা মাইকে ঘোষণা দিয়ে হামলার চেষ্টা করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। হামলার সময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এগুলো থানায় নিয়ে আসা হয়েছে।’
রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) হত্যার ১৮ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর, বদরগঞ্জ, বিএনপি, গ্রেপ্তার
৯ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়ায় হয়রানি, অবহেলাসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দিনাজপুর দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।
২০ মিনিট আগেআমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। ক্যাম্প কমান্ডার, সিও ও ব্রিগেড কমান্ডার ছিলাম। পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনইনি। এখন তুলনা করতে গেলে পাহাড় পুরোটাই শান্ত।
২৬ মিনিট আগেপাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ইপিজেডে এলিগ্যান্ট স্পিনিং অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার ৪৪ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাকশীতে ঈশ্বরদী ইপিজেডে কারখানার সামনে চাকরিচ্যুত শ্রমিকেরা এ কর্মসূচি পালন করে
৪৩ মিনিট আগে