Ajker Patrika

শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসবে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা
শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসবে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিক জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উৎসবে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অনিল তন্তবার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ও ফাগুয়া উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক প্রীতম দাশ প্রমুখ।

দিনব্যাপী উৎসবে বিভিন্ন বাগান থেকে চা জনগোষ্ঠীর মানুষেরা অংশগ্রহণ করেন। উৎসবে ভোজপুরীদের গুরুবন্দনা, বাড়াইকদের ঝুমুর নৃত্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্র সওরা ও চড়াইয়া নৃত্য, তেলেগুদের ডাল ও কাঠি নৃত্য, হাঁড়ি নৃত্য, বিরহা, হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর, গড় সম্প্রদায়ের হোলি গীতসহ চা জনগোষ্ঠীর বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত