Ajker Patrika

সিলেটে বাটায় লুটপাটে আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৯: ২৩
গ্রেপ্তার ইশতিয়াক নূর চৌধুরী জিহান। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ইশতিয়াক নূর চৌধুরী জিহান। ছবি: সংগৃহীত

সিলেটে বাটার শোরুমে লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের এক নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম ইশতিয়াক নূর চৌধুরী জিহান। গতকাল শুক্রবার রাতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট নগরীর সুবিদবাজার এলাকার আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগে পূর্ব জিন্দাবাজার এলাকায় বাটার একটি আউটলেটে হামলা ও ভাঙচুর চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত, তখন জুতা লুটপাট করেন জিহান। ব্যাগে ভরে জুতা লুট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতে জিহানকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে এবং সোর্সের মাধ্যমে জিহানের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি এয়ারপোর্ট এলাকায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিহানের বাবা মনিরুজ্জামান চৌধুরী একজন আওয়ামী লীগ নেতা। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তবে মনিরুজ্জামানের পদ-পদবি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত