সিলেট প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রায় অগ্নিসংযোগ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগুন দিয়েছে হয়তো দু-একজন, কিন্তু এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত চক্রান্ত। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা প্রত্যেকেই বিচারের মুখোমুখি হবে। তারা যেন না ভাবে, এ ধরনের অপচেষ্টা দিয়ে সারা দেশে বিরাজমান উৎসবমুখর পরিবেশকে থামিয়ে দেওয়া যাবে।
আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এ বছর জাতীয় পর্যায়ে সব জাতিগোষ্ঠীকে একত্র করে উৎসব উদ্যাপন করা হচ্ছে। চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। চারুকলার শোভাযাত্রায় এবার দেশের ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে। এটি আমাদের সংস্কৃতির ঐক্য ও বৈচিত্র্যকে তুলে ধরার এক অনন্য উদাহরণ।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চারুকলার শোভাযাত্রায় এবার একটি মুখাবয়ব ব্যবহার করা হয়েছিল, যেটি ফ্যাসিবাদের প্রতীক। আজ ভোর ৪টার দিকে সেই মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত হামলা। যারা এই কাজ করেছে, তারা চায় না ফ্যাসিবাদের মুখ উন্মোচিত হোক। এ ঘটনার পেছনে একটি অসৎ শক্তি সক্রিয় রয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
দেশবাসীর উদ্দেশে ফারুকী বলেন, ‘একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে উৎসব করতে চাই। কেউ কেউ এই ঐক্য ও সম্প্রীতির পরিবেশ পছন্দ না-ও করতে পারে। কিন্তু তাদের প্রতিহত করা হবে আমাদের সম্মিলিত শক্তি দিয়েই।’ তিনি বলেন, ‘আজ পার্বত্য জেলাগুলোতে শোভাযাত্রা হয়েছে, মানুষ দলে দলে অংশ নিয়েছে। সেটিই প্রমাণ করে, এই উৎসবের ধারা থামিয়ে রাখা যাবে না।’
সংবাদ সম্মেলনে ফারুকী আশ্বস্ত করেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ সতর্ক রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করছে। এই মুহূর্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রায় অগ্নিসংযোগ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগুন দিয়েছে হয়তো দু-একজন, কিন্তু এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত চক্রান্ত। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা প্রত্যেকেই বিচারের মুখোমুখি হবে। তারা যেন না ভাবে, এ ধরনের অপচেষ্টা দিয়ে সারা দেশে বিরাজমান উৎসবমুখর পরিবেশকে থামিয়ে দেওয়া যাবে।
আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এ বছর জাতীয় পর্যায়ে সব জাতিগোষ্ঠীকে একত্র করে উৎসব উদ্যাপন করা হচ্ছে। চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। চারুকলার শোভাযাত্রায় এবার দেশের ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে। এটি আমাদের সংস্কৃতির ঐক্য ও বৈচিত্র্যকে তুলে ধরার এক অনন্য উদাহরণ।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চারুকলার শোভাযাত্রায় এবার একটি মুখাবয়ব ব্যবহার করা হয়েছিল, যেটি ফ্যাসিবাদের প্রতীক। আজ ভোর ৪টার দিকে সেই মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত হামলা। যারা এই কাজ করেছে, তারা চায় না ফ্যাসিবাদের মুখ উন্মোচিত হোক। এ ঘটনার পেছনে একটি অসৎ শক্তি সক্রিয় রয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
দেশবাসীর উদ্দেশে ফারুকী বলেন, ‘একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে উৎসব করতে চাই। কেউ কেউ এই ঐক্য ও সম্প্রীতির পরিবেশ পছন্দ না-ও করতে পারে। কিন্তু তাদের প্রতিহত করা হবে আমাদের সম্মিলিত শক্তি দিয়েই।’ তিনি বলেন, ‘আজ পার্বত্য জেলাগুলোতে শোভাযাত্রা হয়েছে, মানুষ দলে দলে অংশ নিয়েছে। সেটিই প্রমাণ করে, এই উৎসবের ধারা থামিয়ে রাখা যাবে না।’
সংবাদ সম্মেলনে ফারুকী আশ্বস্ত করেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ সতর্ক রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করছে। এই মুহূর্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) হত্যার ১৮ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর, বদরগঞ্জ, বিএনপি, গ্রেপ্তার
৯ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়ায় হয়রানি, অবহেলাসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দিনাজপুর দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।
২০ মিনিট আগেআমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। ক্যাম্প কমান্ডার, সিও ও ব্রিগেড কমান্ডার ছিলাম। পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনইনি। এখন তুলনা করতে গেলে পাহাড় পুরোটাই শান্ত।
২৬ মিনিট আগেপাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ইপিজেডে এলিগ্যান্ট স্পিনিং অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার ৪৪ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাকশীতে ঈশ্বরদী ইপিজেডে কারখানার সামনে চাকরিচ্যুত শ্রমিকেরা এ কর্মসূচি পালন করে
৪৩ মিনিট আগে