Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেট শাবিপ্রবির লেকে থেকে লাশ উদ্ধার 

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেট শাবিপ্রবির লেকে থেকে লাশ উদ্ধার 

সিলেট শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেক থেকে আলমগীর মিয়া (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

আলমগীর মিয়া নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনমজুরের কাজ করতে এসেছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহত শ্রমিক ফুড কোর্টের পাশের লেকের কাজ করছিল। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফুডকোর্টের এক কর্মচারী জানান, দুপুরের দিকে তার খাবার দোকান থেকে পানি নিয়েছিলেন আলমগীর। লেকে সে কাজ করছিল। হঠাৎ বেলা ১টার দিকে লেকে ওই শ্রমিকের লাশ ভাসতে দেখেন তিনি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হবে। এ ছাড়া এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

তিনি বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব।’

অস্ত্র-মাদকসহ আটকের পর যুবদল নেতা বহিষ্কার

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ চা-শ্রমিক নিহত, আহত ১৬

শান্তিগঞ্জে আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

সুনামগঞ্জের লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সালিসে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

শেখ হাসিনার বিচার এক-দেড় মাসের মধ্যেই শুরু হবে: চিফ প্রসিকিউটর

হাওরের ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ৪৫%

যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগ, সিলেটে সড়ক অবরোধ