হোম > সারা দেশ > সিলেট

ঈদের ছুটিতে সিলেটে বিভাগে ২৮৭ স্বাভাবিক প্রসব

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটে একটি স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসবের পর সুস্থ মা ও শিশু। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ২৮৭টি স্বাভাবিক প্রসব করানো হয়েছে। বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব প্রসব সেবা দেওয়া হয়। এ ছাড়া ৭৩৯ জনকে গর্ভকালীন সেবা ও ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা দেওয়া হয়।

আজ শনিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে সিলেট বিভাগের চার জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ছাড়াও সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ২৭ ও হবিগঞ্জে ৪২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা পেয়ে সেবা গ্রহীতারা ভীষণ খুশি। অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদের নির্দেশনায় বিভাগজুড়ে সেবা কার্যক্রম চলমান ছিল। ঈদের ছুটিতে এই সেবা আমরা দিতে পেরেছি আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায়।’

নলকূপ থেকে পানি আনতে বাধা, সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

গাজায় গিয়ে চিকিৎসাসেবা করার সহায়তা চেয়ে ১০০ নার্সের স্মারকলিপি

হবিগঞ্জে আ.লীগ নেতা মুকুল কারাগারে

৭ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটে ট্রাক্টরের ধাক্কায় বাইক আরোহী যুবক নিহত

শোভাযাত্রায় আগুন দু-একজন দিলেও পেছনে রয়েছে পরিকল্পিত চক্রান্ত: ফারুকী

শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব অনুষ্ঠিত

সিলেটে বাটায় লুটপাটে আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দুই দফা পেটালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

বাংলাদেশি কুটি মিয়াকে ভারতের ভেতরে গুলি করে হত্যা করা হয়: বিজিবি