হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, আটক ৪

হবিগঞ্জ প্রতিনিধি   

জব্দ করা চিনি যৌথবাহিনীর হেফাজতে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় চারজনকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মীরপুরে একটি বাসায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।

গোপন সূত্রে খবর পেয়ে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তাঁর বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা উদ্ধার করে জব্দ করা হয়। এ ছাড়া অপর একটি স্থান থেকে আরও ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, চোরাকারবারিরা সেখানে ভারতীয় চিনি মজুত করে বাজারে বিক্রি করত। তারা ভারতীয় বস্তা থেকে চিনি বের করে একটি দেশীয় কোম্পানির লোগো সংবলিত বস্তায় ভরে সেটি বাজারে বিক্রি করে আসছে। অভিযানের সময় বস্তা সেলাই করা ও টাকা গোনার মেশিন জব্দ করা হয়।

এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যৌথ অভিযান চালিয়ে এসব চিনির বস্তা ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাহুবল থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

নলকূপ থেকে পানি আনতে বাধা, সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

গাজায় গিয়ে চিকিৎসাসেবা করার সহায়তা চেয়ে ১০০ নার্সের স্মারকলিপি

হবিগঞ্জে আ.লীগ নেতা মুকুল কারাগারে

৭ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটে ট্রাক্টরের ধাক্কায় বাইক আরোহী যুবক নিহত

শোভাযাত্রায় আগুন দু-একজন দিলেও পেছনে রয়েছে পরিকল্পিত চক্রান্ত: ফারুকী

শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব অনুষ্ঠিত

সিলেটে বাটায় লুটপাটে আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দুই দফা পেটালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

বাংলাদেশি কুটি মিয়াকে ভারতের ভেতরে গুলি করে হত্যা করা হয়: বিজিবি