Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথে নির্বাচন অফিসের ভুলে ভোট দেওয়া হচ্ছে না দুই গ্রামবাসীর

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে নির্বাচন অফিসের ভুলে ভোট দেওয়া হচ্ছে না দুই গ্রামবাসীর

সিলেটের বিশ্বনাথে নির্বাচন অফিসের ভুলের কারণে ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে এবার নিজস্ব ভোটকেন্দ্রে ভোট দিতে পারছেন না উপজেলার ‘গঙ্গাধরপুর’ নামের দুই গ্রামের বাসিন্দারা। একই নামের গ্রাম দুটি বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত। 

এ নিয়ে দুই এলাকাসহ আশপাশের জনসাধারণের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ ও উত্তেজনা। আর ওই ক্ষোভ থেকেই প্রতিবাদ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৭ মে) পৌর শহরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এলাকার সাধারণ ভোটাররা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর (মশলা) গ্রামের ভোটার তালিকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ভোটার তালিকার সঙ্গে ভুলবশত অদল-বদল হওয়ায় নিজস্ব ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন না গ্রাম দুটির ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিতে পারেননি তাঁরা। এর পূর্বে অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনেও একই সমস্যা ঘটলে অভিযোগ করা হয়। তা তাৎক্ষণিক সংশোধন করা হলে নিজের কেন্দ্রেই ভোট দেন এই গ্রাম দুটির বাসিন্দারা। কিন্তু জাতীয় নির্বাচনে আবারও সেই সমস্যার পুনরাবৃত্তি ঘটলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। 

এরপর সংশোধনের জন্য আবেদন করলে নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন, আগামী নির্বাচনের সময় ঠিক হয়ে যাবে। 

কিন্তু উপজেলা নির্বাচনের ভোটার তালিকা ঠিক থাকলেও ভোটকেন্দ্রের শিটে দেখা যায়, ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ৫ ভোট শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও ৮ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ৬৪ ভোট ৫ নম্বর ওয়ার্ডের দূর্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। ফলে ভোট দিতে চাইলে দুই গ্রামের ভোটারদের ৯ কিলোমিটার দূরে একে অন্যের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। 

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এ বিষয়টি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। 

এদিকে, শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার দাবিতে মঙ্গলবার পৌর শহরে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন গঙ্গাধরপুর গ্রামের বাসিন্দারা। 

এ বিষয়ে গ্রামের পক্ষে বিজয় দে ও সোহেল আহমদ বলেন, ‘স্বাধীনতার পর থেকে আমরা শ্রীধরপুর ভোটকেন্দ্রে ভোট দিয়ে আসছি। পৌর নির্বাচন থেকে এই সমস্যা দেখা দিয়েছে। আমরা বারবার বিষয়টি নিয়ে অভিযোগ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। কিন্তু বিষয়টি সমাধানে কর্ণপাত করছেন না কেউই। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই, অযথা ওই হয়রানি চাই না।’

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত

সীমান্তে ভারতীয় গরু-মহিষসহ কোটি টাকার পণ্য জব্দ

ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক