Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

শাবিতে ক্যাম্পাসে ঢুকতে শিক্ষার্থীদের বাধা পুলিশের, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও শাবিপ্রবি প্রতিনিধি

শাবিতে ক্যাম্পাসে ঢুকতে শিক্ষার্থীদের বাধা পুলিশের, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি এবং সারা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে একযোগে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনের অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের হ্যান্ড মাইক অচল করে দেয়। 

বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে এ সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে ঢুকতে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধান ফটকের সামনে অবস্থান নেন ডিবি, কুইক রেসপন্স টিমসহ (সিআরটি) পুলিশের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক সদস্য।

এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টহল দেওয়া র‍্যাব ও বিজিবির একাধিক টহল টিমকে উদ্দেশ্য করেও শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন।

অস্ত্র-মাদকসহ আটকের পর যুবদল নেতা বহিষ্কার

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ চা-শ্রমিক নিহত, আহত ১৬

শান্তিগঞ্জে আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

সুনামগঞ্জের লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সালিসে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

শেখ হাসিনার বিচার এক-দেড় মাসের মধ্যেই শুরু হবে: চিফ প্রসিকিউটর

হাওরের ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ৪৫%

যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগ, সিলেটে সড়ক অবরোধ