হোম > সারা দেশ > সিলেট

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

সিলেট ও জৈন্তাপুর প্রতিনিধি 

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় সীমান্তের ভেতর অনুপ্রবেশ করা বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করেছে এক খাসিয়া। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কিশোরের নাম মো. মারুফ মিয়া (১৬)। সে জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ দুপুরে মো. মারুফ মিয়া ও আরও কয়েকজন বাংলাদেশি ঝিংগাবাড়ি সীমান্তের পিলার ১২৮২/৭-এস থেকে প্রায় ৬০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করলে একপর্যায়ে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্ব বাধে। ওই সময় এক খাসিয়া নাগরিক একনলা বন্দুক দিয়ে মারুফকে লক্ষ্য করে গুলি করে।

মারুফের সঙ্গীরা তাকে আহত অবস্থায় দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবি জানায়, ঘটনার পরপরই সীমান্তের নিকটবর্তী পিলার ১২৮৫ এলাকায় বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় মিনাটিলা বিওপি থেকে ভারতীয় বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা হয়েছে। তাকে জানানো হয়েছে, অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

নলকূপ থেকে পানি আনতে বাধা, সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

গাজায় গিয়ে চিকিৎসাসেবা করার সহায়তা চেয়ে ১০০ নার্সের স্মারকলিপি

হবিগঞ্জে আ.লীগ নেতা মুকুল কারাগারে

৭ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটে ট্রাক্টরের ধাক্কায় বাইক আরোহী যুবক নিহত

শোভাযাত্রায় আগুন দু-একজন দিলেও পেছনে রয়েছে পরিকল্পিত চক্রান্ত: ফারুকী

শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব অনুষ্ঠিত

সিলেটে বাটায় লুটপাটে আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দুই দফা পেটালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

বাংলাদেশি কুটি মিয়াকে ভারতের ভেতরে গুলি করে হত্যা করা হয়: বিজিবি