Ajker Patrika
হোম > বিশেষ সংখ্যা

কোনটা রেখে কোনটা করব

খান রফিক

কোনটা রেখে কোনটা করব

বরিশাল সিটি করপোরেশনের (বসিক) নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত শপথ নিয়েছেন। অগোছালো নগরীর উন্নয়নে প্রত্যাশার শেষ নেই সাধারণ মানুষের। ভোটের পর এসব নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় মেয়র আবুল খায়েরের। সাক্ষাৎকার নিয়েছেন খান রফিক

আজকের পত্রিকা: বরিশাল নগরের উন্নয়নে আপনি কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন?
আবুল খায়ের: আমার সবকিছুতেই টপ প্রায়োরিটি দিতে হবে। নগরের কোনটা রেখে কোনটা করব? এখানকার রাস্তা যেমন ভঙ্গুর, ড্রেনেজ ব্যবস্থা তেমনি বেহাল, স্যুয়ারেজ লাইন, জলাবদ্ধতা—সবকিছুতেই একত্রে হাত দিতে হবে। বাস টার্মিনাল, বাজারগুলোতেও ব্যবস্থাপনা একদম নেই। এগুলোতে বহুতল ভবন করা হবে।

আজকের পত্রিকা: নগরবাসীর সবচেয়ে বড় ক্ষোভ ছিল হোল্ডিং ট্যাক্সের বোঝা এবং ভবনের প্ল্যান অনুমোদন না হওয়া। এ নিয়ে কী ভাবছেন?
আবুল খায়ের: হোল্ডিং ট্যাক্স পর্যালোচনা করে সহনীয় পর্যায়ে আনা হবে। এ জন্য কমিটি করে দেওয়া হবে। প্ল্যান অনুমোদনে ভোগান্তি থাকবে না। সংশ্লিষ্ট কমিটি যাচাই-বাছাই করে দ্রুত অনুমোদন দেবে।

আজকের পত্রিকা: আপনার ‘নতুন বরিশাল’ কীভাবে গড়বেন?
আবুল খায়ের: জননেত্রী শেখ হাসিনার যে আকাঙ্ক্ষা, বরিশালবাসীরও সেই আকাঙ্ক্ষা। বরিশাল নগরের উন্নয়নে যে অঙ্গীকার করেছি, তা অবশ্যই পালন করব। নগর উন্নয়নের কার্যক্রম শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠক করেছি। বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে সমস্যা জানছি। ৩৫ দফা নির্বাচনী ইশতেহার বাস্তবায়িত হবে অগ্রাধিকার ভিত্তিতে। নতুন বরিশাল গড়তে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নগরী সরেজমিন ঘুরে দেখেছেন।

রাজনীতির হাতে পড়ে জাতীয়তাবাদের হাল

ইতিহাস পশ্চাদ্‌গামী নয়

চারদিকেই পাহারাদার গণতন্ত্রে পৌঁছাব কীভাবে

ধর্মনিরপেক্ষতা বাঙালিত্বের উৎসমূল

সেক্যুলার রাজনীতি ও বঙ্গবন্ধু

দূরদর্শী রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

যে ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা

৭ মার্চ ও অতঃপর

‘আসুন, দেখুন, বিচার করুন’

অনন্য ভূমিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়